মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

পার্কে প্রবেশ নিয়ে প্রাইমমুভার শ্রমিকদের সাথে পার্কের কর্মীদের হাতাহাতির জেরে হামলা

চট্টগ্রাম ডিসি পার্কে হামলা-ভাঙচুর, ফুল উৎসব পণ্ড

এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে -ডিসি

চট্টগ্রামের লিংকরোডের দৃষ্টিনন্দন ডিসি পার্কে হামলা ও ভাঙচুর চালিয়েছে পরিবহন শ্রমিকরা। এ সময় পার্কটিতে মাসব্যাপী ফুল উৎসব চলছিল। ভাংচুরের পাশাপাশি শ্রমিকরা লিংকরোড এবং ইপিজেড সড়কে অবরোধ করে বিক্ষোভ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। প্রায় আধাঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যানচলাচল শুরু হয়।

শ্রমিক ও দর্শনার্থীরা জানায়, পার্কে প্রবেশ নিয়ে রাত পৌনে ৯টার দিকে প্রাইমমুভার শ্রমিকদের সাথে ডিসি পার্কের কর্মীদের হাতাহাতি হয়। পরে পরিবহন শ্রমিকরা জড়ো হয়ে পার্কে হামলা চালায়। তারা হকিস্টিক, লাঠিসোঁটা নিয়ে মূল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাণ্ডব শুরু করে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলায় ডিসি পার্কের প্রবেশপথ, টিকিট কাউন্টার, ফুল গাছ, পার্কের দোকানসহ বিভিন্ন স্থাপনা তছনছ করে দেওয়া হয়েছে।

পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের দাবি, রাস্তায় গাড়ি দাঁড়ানোর কারণে ডিসি পার্কের নিরাপত্তা কর্মীরা চালকদের পার্কে নিয়ে গিয়ে মারধর করে।

মোহাম্মদ হাসেম নামের এক প্রাইমমুভার শ্রমিক জানান, ডিসি পার্ক বন্ধ না করা পর্যন্ত তারা প্রাইমমুভার চলাচল বন্ধ রাখবেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘শ্রমিকরা নিজেরা নিজেরা সংঘর্ষে জড়ায়। পরে তারা ডিসি পার্কে হামলা ও ভাঙচুর করে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print