বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

ভারতের সাথে সম্পর্কের তিক্ততা ব্যক্তিগতভাবে আমাকে পীড়া দেয়

শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার পেছনে পুরো বিশ্ব দায়ী: ড. ইউনূস

ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছিলেন, শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রশ্ন না তোলায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পিছনে পুরো বিশ্বও দায়ী। বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছিলেন, শেখ হাসিনা। এসময়, ভারত-বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের পাশাপাশি অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধানও।

তিনি বলেন, শেখ হাসিনা ডাভোসে এসে দেশ কীভাবে চালাতে হয় তা সবাইকে বলেছিলেন। কিন্ত সেই সময় কেউ প্রশ্ন করেনি। এটা মোটেও ভালো বিশ্বব্যবস্থা নয়। এর জন্য পুরো বিশ্ব দায়ী। তবে এটা বিশ্ব সম্প্রদায়ের জন্য শিক্ষা। তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির হার অন্যান্য দেশের তুলনায় বেশি। এটা স্রেফ জালিয়াতি।

প্রবৃদ্ধির হার নিয়ে নিজ অবস্থান তুলে ধরেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান চাই। ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়ে সবকিছু বিবেচনা করার পক্ষে নই। এমন অর্থনীতি চাই যেখানে সম্পদ পুঞ্জিভূত করে রাখার ধারণা এড়িয়ে চলা হয়।

ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েন নিয়েও খোলামেলা কথা বলেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের ম্যাপ আঁকা সম্ভব নয়। ভারতের সাথে সম্পর্কের তিক্ততা ব্যক্তিগতভাবে আমাকে পীড়া দেয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print