Search

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

জুয়েল মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, ক্যাসিনোসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে

বাকলিয়া থানার বিশেষ অভিযানে পলাতক আসামি জুয়েল গ্রেফতার

সে স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত

চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মো: জুয়েল নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার(১৩ ডিসেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযানে এসআই আবদুল কাদেরের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জুয়েল মিয়াখান নগর এলাকার আব্দুল করিম রোডস্থ নাগুর বাড়ীর মোহাম্মদ ইসমাইলের ছেলে। সে স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে  মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, ক্যাসিনোসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে।

জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি এবং সরকারি হাজী মোহাম্মদ মুহসিন কলেজ শিক্ষার্থী রিতা কোটা আন্দোলনে অংশ নেওয়াকে কেন্দ্র করে তার পরিবারের উপর ৯ই আগষ্ট (শুক্রবার) ভোর আনুমানিক ৬টার দিকে সন্ত্রাসী জুয়েলের নেতৃত্বে বর্বর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়ে পিটিয়ে এবং কুপিয়ে ৩ জনকে গুরুতর আহত করা হয়।

উক্ত ঘটনায় রীতার খালা আসমা আক্তার বাদী হয়ে ১২ই আগষ্ট আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি গ্রহণ করে বাকলিয়া থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিলে ১৬ই আগষ্ট মামলাটি রেকর্ড করা হয়। মামলার আসামিরা হলেন যথাক্রমে মো: জুয়েল, মো: শফি, মো: রিয়াদ এবং মো: রুবেল। রুবেল এবং রিয়াদ জামিনে মুক্তি পেলেও জুয়েল এবং শফি মামলার পর থেকে পলাতক।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে এসআই আবদুল কাদের বলেন, মামলার পর থেকে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে আসামি জুয়েলের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print