শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

বিয়ে রেজিস্ট্রেশনের সময় রক্ত পরীক্ষার সনদ বাধ্যতামূলক করতে পারলে দেশকে থ্যালাসেমিয়ামুক্ত করার ক্ষেত্রে ৮০-৯০ ভাগ সফলতা আসবে

থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়তে বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার আহ্বান

বিভিন্ন দেশ বিয়ের আগে রক্ত পরীক্ষার কারণে থ্যালাসেমিয়াকে শূন্যের কোঠায় নিয়ে এসেছে

থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়তে বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মীরা।

বুধবার (১৪ জুন) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে থ্যালাসেমিয়া রোগী ও স্বেচ্ছা রক্তদাতার এক মিলনমেলায় এ আহ্বান জানানো হয়। এ মিলনমেলার আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া রোধে রক্ত পরীক্ষার বিকল্প নেই। বিশেষ করে বিয়ে রেজিস্ট্রেশনের সময় রক্ত পরীক্ষার সনদ বাধ্যতামূলক করতে পারলে দেশকে থ্যালাসেমিয়ামুক্ত করার ক্ষেত্রে ৮০-৯০ ভাগ সফলতা আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউ’র মেডিসিন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তিনি জানান, থ্যালাসেমিয়া রোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা নিশ্চিত করার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের উপদেষ্টা সৈয়দ দীদার বখত। তিনি বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, বিয়ের আগে রক্ত পরীক্ষার কারণে তারা থ্যালাসেমিয়াকে শূন্যের কোঠায় নিয়ে এসেছে। অদূর ভবিষ্যতে একইভাবে বাংলাদেশও একদিন থ্যালাসেমিয়ামুক্ত হবে।

অপর বিশেষ অতিথি হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এ কে মো. মোস্তফা আবেদীন তার বক্তব্যে দেশের সব থ্যালাসেমিয়া বাহক নির্ণয় এবং তালিকাভুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। এসময় ৪১ বারের স্বেচ্ছা রক্তদাতা উম্মে সালমা মৌসুমী ও থ্যালাসেমিয়া আক্রান্ত রক্তগ্রহীতা মায়িশা বিনতে শাহাদৎ তাদের অনুভূতি ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print