শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল ১৪৪৬ হিজরি

আলোচনার বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী

মার্কিন দূতের সঙ্গে বিএনপির বৈঠক, সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ‍দেওয়া ছবিতে সবাইকে হাস্যোজ্জ্বল দেখা গেছে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাদের এই বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৬ এপ্রিল) পিটার হাসের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

সকাল পৌনে এগারোটার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে।

অবশ্য এ নিয়ে জানতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানান বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ‍দেওয়া ছবিতে সবাইকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছেন, তারা সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print