শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

মসজিদে মিলাদ ও মোনাজাতের মধ্যদিয়ে এ প্রচারণা শুরু

চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচন: নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের প্রচারণা শুরু 

মাহতাবউদ্দিন চৌধুরী এবং আজম নাছির উপস্থিত ছিলেন

 নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৮  (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ অনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) আছরের নামাজের পর বহদ্দারহার বাড়ি জামে মসজিদে মিলাদ ও মোনাজাতের মধ্যদিয়ে এ প্রচারণা শুরু করেন তিনি।

মোনাজাতের আগে শুভেচ্ছা বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

আ জ ম নাছির বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদকে বিজয়ী করতে আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে। আজ থেকে আমরা অনুষ্ঠানিক প্রচারণায় নামবো।

ইফতারের পর বহদ্দারহাট মোড় থেকে কাপ্তাই রাস্তার মাথা। সেখান থেকে অনন্যা আবাসিক হয়ে অক্সিজেন মোড়। পরে দুই নাম্বার গেইট দিয়ে স্টেডিয়ামে গিয়ে আমাদের প্রচারণা শেষ হবে।

এ সময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতিখার সাইমুম প্রমুখ।

এছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print