Search

রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

জরিপে যারা এগিয়ে আছেন তারাই মনোনয়ন পাবেন- কাদের

প্রভাতী ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জরিপে যারা এগিয়ে আছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকেই মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবারের মনোনয়ন তালিকায় নবীন-প্রবীণ মিলিয়ে প্রার্থী থাকছেন।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলীয় জোটের শরীক দলের প্রার্থীদের নামসহ আগামী চার-পাঁচ দিনের মধ্যেই ঘোষণা হবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রায় ঠিক করে ফেলা হয়েছে। এখন জোটের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, প্রথমে আমরা তাদের (জোট প্রার্থীদের) তালিকা অর্থাৎ তারা যাদেরকে মনোনয়ন দিতে চান সেই তালিকা চেয়েছি। আগামীকালের মধ্যে সেটা পেয়ে যাব। তারপর আনুষ্ঠানিকভাবেও বসতে পারি।

জোটের শরিকদের কতগুলো আসন দেওয়া হবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩০০ সংসদীয় আসনের মধ্যে লড়াইয়ের জন্য জোটের শরিকদের দেওয়া হবে ৬০-৬৫টি। তবে এর মধ্যেও আলাপ-আলোচনা ও জরিপ অনুযায়ী জয়ী হওয়ার মতো প্রার্থী বেশি হলে তাদের আরো বেশি আসন দেওয়া হবে। আর কম থাকলে তাও বিবেচনা করা হবে। আমাদের দলের মধ্যে যারা জয়ী হওয়ার মতো না তাদের বাদ দিতে দ্বিধা করব না।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print