প্রভাতী ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।
বিষয়টি নিশ্চিত করে দলটির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর বলেছেন, ‘চিকিৎসকরা স্যারকে সিএমএইচে থাকতে বলেছেন। তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।’
এরশাদ আগে থেকেই বার্ধক্য জনিত নানা রোগে ভুগতেছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করতেন। তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে। ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।