Search

রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের পাশে দাঁড়াল বিএনপি

প্রভাতী ডেস্ক : ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে আহতদের জন্য জরুরি ঔষধপত্র ও শুকনো খাদ্য সামগ্রী দিল বিএনপি। বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) বিকালে বারিধারায় তুরস্ক দূতাবাসে গিয়ে এসব সহায়তা দেশটির শার্জ দ্য অ্যাফেয়ার্স গুরহান বাতুহানের কাছে হস্তান্তর করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে আহত জনগণের জন্য বন্ধুত্বের নিদর্শন হিসেবে জরুরি ওষুধপত্র এবং শুকনো খাদ্য সামগ্রী দূতাবাসে পৌঁছে দিয়েছি। তুরস্ক আমাদের ভ্রাতৃপ্রতীম বন্ধু দেশ। তাদের এই দুর্দিনে সহমর্মিতা প্রকাশ করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উদ্যোগ।

“একইসাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের কাছে সমমর্মিতা প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন, সেটিও আমরা শার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছে দিয়েছি।”

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print