Search

মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে পাহাড় কাটায় খুলশী ক্লাবের সহ- সভাপতিসহ ৮ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের খুলশী ক্লাব সংলগ্ন পাহাড়ি ভূমিটি ঝুঁকিপূর্ণভাবে কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। টিলা শ্রেণির ভূমি অনুমোদন ছাড়া কাটার ঘটনায় খুলশী ক্লাবের সহ-সভাপতি রফিক উদ্দিন বাবুল (৫৩) ও ক্লাবের কেয়ারটেকার হাসান উদ্দিনসহ (৩০) ৮ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়।

বুধবার(১৫ ফেব্রুয়ারী) অধিদপ্তরের নগর কার্যালয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন খুলশী থানায় মামলাটি করেন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর শাখার পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী ক্লাব সংলগ্ন পাহাড় কাটা হচ্ছে এমন তথ্য পেয়ে বিষয়টি খুলশী থানার অফিসার ইনচার্জকে অবগত করলে তিনি ফোর্স প্রেরণ করে পাহাড় কাটার খুন্তি, শাবলসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে পাহাড় কাটা অবস্থায় কয়েকজন শ্রমিককে আটক করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর অধিদপ্তরের কার্যালয়ে এসে রফিক উদ্দিন আপত্তিকর,  ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং আটককৃত শ্রমিকদের ছাড়িয়ে নেওয়ারও চেষ্টা করেন
বলে অভিযোগ করেন হিল্লোল বিশ্বাস।

এ বিষয়ে রফিকের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print