Search

রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- মো. ইস্রাফিল (২০) সাকিম আলী (২১) এবং মো. রিপন (২০)। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে নিহত ৩ শ্রমিকের মধ্যে সাকিমের বাড়ি রাজশাহী, ইস্রাফিলের চাঁপাইনবাবগঞ্জ এবং রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা কল্পলোক আবাসিক এলাকার দুই নম্বর সড়কের ডি-ব্লকে মাহবুবুর রহমানের নির্মাণাধীন এসপি ভবনে ঠিকাদার জামালের অধীনে কাজ করছিলেন।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, কল্পলোক আবাসিকে নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় ১০ জন শ্রমিক কাজ করছিলেন। বাঁশের তৈরি মাচার ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিল তারা। সেখানে কোনো নিরাপত্তা বেস্টনী ছিল না। হঠাৎ মাচা ভেঙ্গে তিনজন নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসক সাকিম ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যায়।

এ ঘটনায় সাকিমের ভাই হাকিম আলী বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print