রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চালু হলো ৩০ শয্যার আইসিইউ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চালু হয়েছে ৩০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। শনিবার (০৭ জানুয়ারি) সকালে এসব আইসিইউ শয্যার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, দেশে করোনার সময় আইসিইউ সংকট ছিল। মুমূর্ষ রোগীদের এই ইউনিট কতটা গুরুত্বপূর্ণ তা শুধু মাত্র ভুক্তভোগীরাই বলতে পারে। আমার বিশ্বাস  সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আইসিইউ ইউনিট।

প্রায় ২০ কোটি টাকায় স্থাপন হওয়া ৩০ শয্যার এ আইসিইউ’র অর্থের যোগান দেন চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তিরা।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সিঙ্গাপুর ও ব্যাংককের আদলে আধুনিক যন্ত্রপাতির সুযোগ সুবিধা রয়েছে এ আইসিইউ ইউনিটে। পাশাপাশি একই ছাদের নিচে সব ধরনের সেবা কম খরচে পাবে সাধারণ মানুষ।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম আজাদ বলেন, এ হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে জনকল্যাণের ব্রত নিয়ে সেবা প্রদান করে আসছে। আমরাও আমাদের মত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজ ৩০ শয্যার আইসিইউ উদ্বোধনের মাধ্যমে এ হাসপাতাল আরও একধাপ এগিয়ে গেল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print