Search

শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ বিক্রি করতেন ১৯ বছরের এই তরুণ

প্রভাতী ডেস্ক : রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় মো. রাকিব হোসেন ঘরামী (১৯) নামে ওই তরুণের কাছ থেকে ৩১টি ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব-১০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ জানুয়ারি) র‍্যাব-১০ এর অভিযানে জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য মো. রাকিব হোসেন ঘরামীকে (১৯) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩১টি ভুয়া সার্টিফিকেট ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতার তরুণ বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদ তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানায় র‍্যাব।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print