শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

বাবাভক্ত সেই ঢাবিছাত্র ওসমানকে ডেকে নিলেন তথ্যমন্ত্রী

প্রভাতী ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান গণি বেশ আলোচনায় এসেছেন বাবা ভক্তের কারণে। সমাবর্তনে অংশ নেয়ার অর্থ দিয়ে বাবার ঢাকা দেখার স্বপ্নপূরণ করেছেন ওসমান। এর পরই এই খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। পরে তাকে ডেকে নিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার সন্ধ্যায় (২৮ ডিসেম্বর) ঢাবি শিক্ষার্থী ওসমান গণিকে তার বাবাভক্তির জন্য নিজের বাসায় ডেকে কথা বলেছেন তথ্যমন্ত্রী।

পত্রিকায় বাবার প্রতি ভালোবাসার এ সংবাদ দেখে তথ্যমন্ত্রী তার মিন্টো রোডের বাসভবনে ওসমান গণিকে আমন্ত্রণ জানান। মন্ত্রীর বাসবভনে এলে ওসমান গণিকে বুকে জড়িয়ে ধরেন ড. হাছান মাহমুদ । এ সময় ওসমানের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং মন্ত্রী নিজের বাবা ও ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। এসময় ওসমান গণি ও তার বাবার জন্য উপহার সামগ্রী এবং আর্থিক সহায়তা দেন মন্ত্রী।

জানা যায়, পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ওসমান গণি তার সঞ্চয় দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের রেজিস্ট্রেশন না করে সে অর্থ দিয়ে তার বাবা বুলু আকন্দকে প্রথমবারের মতো ঢাকা মহানগরী ও পদ্মাসেতু দেখান। পরে সহপাঠীদের কাছ থেকে গাউন ধার করে বাবার সঙ্গে ছবি তুলে ১৯ নভেম্বর ফেসবুকে তিনি লেখেন- ‘আমাকে গড়ার মূল কারিগর আমার বাবা, আজ আমার ক্যাম্পাসে। ৫৩তম সমাবর্তন, ঢাবি।’

ওসমান গণির মা রওশন আরা ও বাবা বুলু আকন্দ বগুড়ার সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের বাসিন্দা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print