
প্রভাতী ডেস্ক : অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম। রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পাথরঘাটাস্থ ক্যাথলিক চার্চে খ্রিস্টান ধর্মালম্ভীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে গড়ে ওঠা সাম্প্রদায়িত সম্প্রীতির এ ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বৈচিত্রময় ভূপ্রকৃতি যেমন চট্টগ্রামকে নৈসঃর্গিক রূপদান করেছে। আমরা চট্টগ্রামবাসী গর্ব করে বলতে পারি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ও নানান নৃতাত্বিক জাতিগোষ্ঠীর পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার সাথে বসবাসের কারণে চট্টগ্রাম বিশ্বের কাছে অনন্য দৃষ্টান্ত।
সভায় রেজাউল বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যিশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় আজ ২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন ও জাকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করেন।
সভা শেষে কেক কাটেন মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন, বিশপ রেভারেন্ড মোজেজ কস্তা, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর পুলক খাস্তগীর প্রমুখ।