বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

ফেল থেকে জিপিএ-৫ পেল ২৪ শিক্ষার্থী, নতুন পাস ৪৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষাবোর্ড। এতে ফেল থেকে পাস করেছে ৪৫ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন ‍শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‌‘এবার এসএসসিতে ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী ২৮ হাজার ৬০৭টি বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। জিপিএ বেড়েছে ২৩৮ জনের। ২০২১ সালে এসএসসিতে ফল পরিবর্তন হয়েছিল ২১২ জনের। ২০২০ সালে পরিবর্তন হয়েছে ৬০৯ জনের।’

নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘গত ২৮ নভেম্বর সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করে। এবার শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৩০ হাজার ১৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। ২০ হাজার ৯৯ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ১৪ হাজার ১৯৪ জন। বাকিরা একাধিক বিষয়ে ফেল করেছে।’

তিনি আরো বলেন, ‘২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী আবেদন করেছে।’

শিক্ষাবোর্ড সূত্র জানায়, বাংলা প্রথমপত্রে দুই হাজার ৪৭৮, বাংলা দ্বিতীয় পত্রে এক হাজার ৫৬৭, ইংরেজি প্রথমপত্রে সাত হাজার ৪৯৩, ইংরেজি দ্বিতীয়পত্রে চার হাজার ২৯৪, গণিতে তিন হাজার ২৪০, ভূগোল ও পরিবেশে ২৫৬, উচ্চতর গণিতে এক হাজার ৫৭৯, কৃষি শিক্ষায় ৩৩৪, পদার্থ বিজ্ঞানে এক হাজার ২৪২, রসায়নে এক হাজার ৮৩৪, জীববিজ্ঞানে এক হাজার ৫৩৮ জন।

পৌরনীতি ও নাগরিকতায় ২৬৪, অর্থনীতিতে ১৪২, ব্যবসায় উদ্যোগে এক হাজার ১০, হিসাব জিজ্ঞানে ৪৪৯, গার্হস্থ্য বিজ্ঞানে ২৫৩, ফিন্যান্স ও ব্যাংকিং ৫০৫ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে ২৩৩ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এবার শিক্ষাবোর্ডের অধীনে ১৮ হাজার ৬৬৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ১০ হাজার ৮৮৯ ও ছাত্র ৭ হাজার ৭৭৫ জন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print