Search

শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর প্রতি চসিক মেয়র রেজাউলের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন ও যাতায়াত সুবিধা বাড়াতে রাস্তাঘাট উন্নয়নে তথা স্মার্ট নগরী গড়ার জন্য প্রায় ২৫০০ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত করার জন্য প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ আলাপে চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করতে পরিকল্পনা গ্রহণ ও কাজ করে যেতে প্রধানমন্ত্রীর অব্যাহত সহযোগিতা কামনা করেন মেয়র।

তিনি বলেন, চট্টগ্রামের মানুষের প্রতি বঙ্গবন্ধুর গভীর আস্থা ও তাঁর নিজের প্রতি চট্টগ্রামের মানুষের ভালবাসা, রাজনৈতিক সহযোগিতা ও জীবন উৎসর্গের বিষয়টি প্রধানমন্ত্রীকে আলোড়িত করে। তাই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বিগত ১০/১২বছরে চট্টগ্রামবাসীকে অনেকগুলো বৃহৎ প্রকল্প উপহার দিয়েছেন। দক্ষিণ এশিয়ায় যা করা সম্ভব হয়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে তা করেছেন, কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণ করা হয়েছে। মিরসরাই ও আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, পর্যটন শহর কক্সবাজার ও বান্দরবানের যোগাযোগ ব্যবস্থার বহুমুখীকরণে সড়কের পাশাপাশি রেলপথ সম্প্রসারণ, কক্সবাজার বিমান বন্দরকে সর্বাধুনিক সুবিধার আওতায় এনে আন্তর্জাতিককরণ, গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং খাগড়াছড়ি ও রাঙামাটিকে দ্রুত উন্নয়নের আওতায় আনার ফলে বৃহত্তর চট্টগ্রাম পুরোটাই হয়ে ওঠছে শহর।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print