শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের ৫ কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী সংকট ও নিয়মিত অধ্যক্ষ না থাকাসহ নানা কারণে চারটি কলেজের ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এছাড়া স্বাধীনতাবিরোধী ব্যক্তির নামে  প্রতিষ্ঠানের নাম থাকায় একটি কলেজের পাঠদানের অনুমতি বাতিল হওয়ায় সেটিরও ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, শিক্ষার্থী সংকটসহ নানা কারণে এবারের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া ৪টি বেসরকারি কলেজ হলো- জামালখান এলাকার মেট্রোপলিটন কমার্স কলেজ, চকবাজার এলাকার ল্যাবরেটরি কলেজ, কোতোয়ালী এলাকার সিটি পাবলিক কলেজ, আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম সিটি বিজ্ঞান কলেজ।

এছাড়া হাটহাজারীর ফজলুল কাদের চৌধুরী আইডিয়্যাল স্কুল এন্ড কলেজটি স্বাধীনতাবিরোধী ব্যক্তি বিশেষের নামে থাকায় পাঠদানের অনুমতি বাতিল করা হয়। পাঠদান বাতিলের প্রেক্ষিতে এবার শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও বন্ধ করেছে শিক্ষা বোর্ড।

প্রফেসর ড. মুনতাসির মামুনের এক রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশ মেনে এই প্রতিষ্ঠানটির পাঠদানের অনুমতি বাতিল করা হয়।

শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বলেন, শিক্ষার্থী না থাকা, শিক্ষক সংকট ও নিয়মিত অধ্যক্ষ না থাকাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২৩ সেশনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কলেজগুলো এবার একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print