Search

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

হাটহাজারীতে লটারীর নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, সিএনজিচালিত অটোরিকশা, কারসহ বিভিন্ন রকম পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাটহাজারী পৌরসদরে সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে র‌্যাফল ড্র’র টিকিট। লোভে পড়ে এলাকার নিরীহ মানুষ কিনছে এসব লটারি। মেলার আয়োজক ও র‌্যাফল সংশ্লিষ্টরা এভাবে প্রতিদিন হাটহাজারী এলাকার মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে এসব টিকেট বিক্রি করছে। বৃহস্পতিবার দেখা যায়, সকাল থেকে মেলা ড্র হওয়ার আগ পর্যন্ত উপজেলার বাসস্টেশন মোড়, কলেজ গেইট, বাজার, কাছারি সড়ক, ইছাপুর বাজার, মেখল, গড়দুয়ারাসহ বিভিন্ন এলাকায় লটারি বিক্রির এসব দৃশ্য দেখা যায়।

জানা যায়, পার্শ্ববর্তী উপজেলা রাউজান বিজয়মেলা উপলক্ষে হাটহাজারীতে দি সুপারস্টার লাকি কুপন প্রতিটির মূল্য ২০ টাকা করে বিক্রি করছে। মেলা শুরুর পর থেকে প্রতিদিন হাজার হাজার টাকার টিকিট কিনছেন নিম্ন আয়ের লোকজন। ফলে লোভে পড়ে অনেকেই হচ্ছেন সর্বস্বান্ত। একেকটি গাড়িতে বিক্রি হচ্ছে কমপক্ষে এক থেকে দেড় হাজার টিকিট। এই হিসাবে প্রতিদিন হাটহাজারী থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ এ চক্র। ‘প্রতিদিনের ড্র প্রতিদিন’।

কৌশলে বিক্রি করা হচ্ছে এসব টিকিট। সিএনজি চালিত অটো রিকাশ করে বিক্রি হচ্ছিল টিকিটগুলো। কয়েকটি পৃথক রঙের টিকিট থাকায় একেকজন টিকিট কিনছিলেন কয়েক ডজন করে। টিকিটের একটি অংশ নিজের কাছে রেখে অপর একটি অংশে নাম ও মোবাইল নম্বর লিখে নির্ধারিত বাক্সে ফেলছিলেন ক্রেতারা। কথা হয় টিকিট ক্রয়কারী হাটহাজারী আব্বাসিয় পুল এলাকার মুন্না নামে এক দিনমজুরের সঙ্গে।

তিনি বলেন, ‘আমাদের এলাকায় অনেকে এসব মেলা থেকে টিকেট কিনে মোটরসাইকেল পাইছে। প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার টিকিট কিনেছি। তবে এখন পর্যন্ত কোনো পুরস্কার পাই নাই।’ তাহলে কেন কিনছেন-এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেখি যদি ভাগ্যে থাকে, পাইতেও পারি।

এই ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম বলেন, বিষয়টি আমি জানতাম না আজকে শুক্রবার দেখবেন বলেন জানান।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print