নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের প্রাথমিক এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। প্রতিদিন সকাল ১০:৩০ টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
১৮ নভেম্বর (রোববার) প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা পরীক্ষা।
২০ নভেম্বর (মঙ্গলবার) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২২ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রাথমিক বিজ্ঞান বিষয়ের এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার আরবি বিষয়ের পরীক্ষা।
২৫ নভেম্বর (রোববার) প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৬ নভেম্বর (সোমবার) শেষ দিনে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্ বিষয়ের পরীক্ষা।