Search

রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

রাজধানীতে সন্ত্রাসের কাজে ছাত্রলীগকে নামিয়ে দিয়েছে সরকার : ফখরুল

প্রভাতী ডেস্ক: ঢাকায় বিএনপির গণসমাবেশকে ঘিরে সরকার অলি গলিতে ছাত্রলীগকে সন্ত্রাসের কাজে নামিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির ‘ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্স অব ব্লেমিং’ শীর্ষক বৈঠকে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার নাটক করছে। হীন চক্রান্ত ও পুরনো খেলায় মেতেছে তারা। সরকার ২০০ বাস রেডি করেছে পুড়িয়ে বিএনপির ওপর দায় চাপানোর জন্য। ছাত্রলীগকে রাজধানীর গলিতে গলিতে সন্ত্রাসের কাজে নামিয়েছে। দেশের মানুষ সর্বগ্রাসী সরকার থেকে মুক্তি চায়। দেশের এ সমস্যা বিএনপির একার নয়, এটা সবার সমস্যা।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়তে হলে ভেবেচিন্তে পা ফেলতে হবে। মানুষ যেভাবে জেগে উঠেছে তাতে বিএনপি সফল হবে। তবে কোন দ্বিধা রাখবেন না, ১০ ডিসেম্বর অবশ্যই ঢাকায় গণসমাবেশ হবে, মানুষ আরো নতুনভাবে মঠে নামবে। পৃথিবীতে সংকট আছে, অথচ দেশে সংকট নেই বলে সরকার মিথ্যাচার করছে সরকার। গ্যাস নেই তবুও সরকার বিল নিচ্ছে। বাসযোগ্য দেশ গড়তে সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print