
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা থেকে ইকবাল হায়দার চৌধুরী নামে এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কাজির দেউড়ি এলাকার মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ইকবাল হায়দার চৌধুরী চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। আর মিছিলটি সিআরবি থেকে পার্টি অফিসের দিকে যেতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের। এসময় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদারসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হায়দার চৌধুরী (৪০)। তিনি আনোয়ারা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য হলেও মূলত তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের এল.এ শাখার দালাল চক্রের মূল হোতা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দালাল চক্রের সদস্যদের মধ্যে ইকবাল শীর্ষ দালাল। সরকারের একাধিক গোয়েন্দা এজেন্সিসহ রিপোর্টে আসা চট্টগ্রাম জেলা প্রশাসনের দালাল চক্রের অন্যতম মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত দালাল তিনি। নিজে দৃশ্যমান না হয়ে আন্ডারগ্রাউন্ডে থেকে কার্যক্রম অব্যাহত রেখেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখার কয়েকজন দালালকে ইতিমধ্যেই জেল-জরিমানা করা হয়েছে। দালাল রোধে জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি অভিযান করা হয়েছে। অভিযানে কয়েকজন দালালকে হাতেনাতে ধরা হয়। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও নজরদারী থাকাতে দালালদের দৌরাত্ম্য কমিয়ে এনেছে জেলা প্রশাসন।