Search

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের পটিয়ায় সম্পত্তির জন্য মাকে গুলি করে হত্যা করলেন সাবেক মেয়রপুত্র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় জাতীয় পার্টির সদ্য প্রয়াত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তারকে (৫০) গুলি করে হত্যা করেছেন পুত্র মাইনুদ্দিন মোহাম্মদ মাইনুর। সোমবার বেলা পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে শামসুল আলম মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, গত ৩রা জুন জাপা নেতা শামসুল আলম মাস্টারের মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি রেখে যান। মূলত এই সম্পত্তির বণ্টন নিয়ে শামসুল আলম মাস্টারের স্ত্রী ও মেয়ের সঙ্গে দুই ছেলের বিরোধ তৈরি হয়। ছেলেদের অভিযোগ মা জেসমিন আক্তার তাদেরকে ঠকিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী মেয়েকে বেশি সম্পত্তি দিচ্ছেন। এছাড়া শামসুল আলম মাস্টারের মৃত্যুর পর স্ত্রী জেসমিন অস্ট্রেলিয়ায় বসবাসরত মেয়ের কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মাইনুর ও তার ভাইয়ের সন্দেহ ছিল মা তাদের প্রয়াত বাবার সম্পত্তি বিক্রি করে সেখানে চলে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জায়গা জমির এরকম একটা বিষয়ে মায়ের সঙ্গে পুত্র মাইনুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজের হাতে থাকা পিস্তল দিয়ে মাকে গুলি করে পালিয়ে যায় মাইনুর।

জানা যায়, ৩৪ বছর বয়সী ঘাতক মাইনুর মাদকাসক্ত ছিলেন। বাবা শামসুল আলম মাস্টার জাতীয় পার্টির নেতা হলেও  ছেলে চট্টগ্রাম শহরে যুবলীগের রাজনীতি করতেন। শামসুল আলম মাস্টার বেঁচে থাকতেও মাইনুর বাবা-মায়ের অবাধ্য ছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, প্রাথমিকভাবে জেনেছি সম্পত্তির বণ্টন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড গুলি ও একটি এয়ার গান উদ্ধার করা হয়েছে। তবে মাইনুদ্দিন পালিয়ে গেছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print