
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকায় ঢাকার উত্তরাস্থ মহাসচিবের বাসভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট এম. আনোয়ার হোসেন এর নেতৃত্বে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক এডভোকেট আবু নাসের বিন হাসেম, কেন্দ্রীয় সমন্বয়ক এডভোকেট তৌহিদ হোসেন সিকদার, কেন্দ্রীয় সমন্বয়ক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ লোকমান শাহ, কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ আলমগীর, কেন্দ্রীয় সমন্বয়ক-চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোঃ আলী ইয়াছিন, কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল সবুর প্রমুখ।
সৌজন্য সাক্ষাতকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার ৮ ফেব্রুয়ারি ২০১৮ ইং কারাগারে প্রেরণের দিন বিএনপির চেয়ারপার্সনের মুক্তির জন্য আইনজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ছাত্র সংগঠনসহ সর্ব শ্রেণীর পেশাজীবী নেতৃবৃন্দের ঐক্যমতের ভিত্তিতে চেয়ারপার্সনের নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ নামক সংগঠনের নামকরণ ও প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতারের তারিখ থেকে অদ্য পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের স্থিরচিত্র, প্রতিবেদন এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিউজ ডকুমেন্টারি আকারে মহাসচিবের নিকট প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিএনপির মহাসচিব এ সকল ডকুমেন্টারী দেখে বলেন “আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত বিএনপির সাথে সমন্বয় করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। ইনশাল্লাহ একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তিসহ দেশে গণতন্ত্র ফিরে আসবে।” অপরদিকে বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশব্যাপী এ সংগঠনের কার্যক্রম পরিচালনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আন্দোলন আরো জোরালোভাবে বেগবান করার জন্য আহব্বান জানালে বিএনপির মহাসচিব বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ বিএনপি’র অন্যান্য যে সকল অঙ্গ সংগঠন সমূহ আছে সেগুলোর আওতাভুক্ত নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ বিএনপির চেয়ারপার্সনের নামকরণে প্রতিষ্ঠিত একটি স্বাধীন সংগঠন। কিন্তু বর্তমানে যেহেতু আপনারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অথবা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যুক্ত আছেন সেহেতু আপনারা বিএনপি’র অথবা বিএনপি’র অঙ্গ সংগঠন সমূহের সাথে সমন্বয় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কার্যক্রম সারা সারাদেশে ছড়িয়ে দিন এবং বিএনপি’র ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সম্পৃক্ত করুন তাদেরকে কাজে লাগান। মহাসচিব আরো বলেন বিএনপি’র পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।- বিজ্ঞপ্তি