শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

জোটবদ্ধ হয়ে রাস্তায় নামা ছাড়া সরকার হঠানোর বিকল্প নেই- ফখরুল

প্রভাতী ডেস্ক : সরকার হটানোর আন্দোলনে জোটবদ্ধ হয়ে রাস্তায় নামা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘শত নাগরিক’ জাতীয় কমিটির উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের ভবিষ্যৎ বংশধরকে যদি একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিতে চাই, তাহলে আমাদের সবাইকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এখন রাস্তায় নেমে আসা ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, এটা শুধু রাজনৈতিক দল বিএনপি নয় বা শুধু বিরোধী দলগুলো নয়, সবাইকে নেমে আসতে হবে। সমাজের সুধীজন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সংবাদসেবী হিসেবে যারা আছেন, তাদের প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন। কেউ বাদ পড়ছেন না। সুতরাং সবাইকে নেমে আসতে হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print