প্রভাতী ডেস্ক: রবিবার ৪ নভেম্বর হেফাযতের শোকরানা অনুষ্ঠানে হেফাযতের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানিয়েছেন শোলাকিয়ার পেশ ইমাম মাওলানা ফরীদ ঊদ্দীন মাসঊদ।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘এদেশে কোনো আলেমকে স্বাধীনতা পদক আজও দেওয়া হয়নি। আমি অনুরোধ করবো এদেশের ইসলাম ও মুসলমানদের জন্য আল্লামা শাহ আহমদ শফী যে অবদান রেখেছেন সেজন্য তাকে স্বাধীনতা পদক দেওয়া হোক।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে শোকরানা স্মারক তুলে দেন আল্লামা শফী। এছাড়া আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর হাতে ক্রেস্ট তুলে দেন উলামারা।
হাইয়াতুল উলয়াভুক্ত ছয়টি বোর্ডের শিক্ষক-ছাত্র ছাড়াও অসংখ্য আলেমরা এই মাহফিলে যোগ দেন।