রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

২৪ ঘন্টায় করোনায় আরো ১৮৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭৭২

প্রভাতী ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে নতুন করে আরো ৮ হাজার ৭৭২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫ হাজার ৭৫৫ জন। এ নিয়ে দেশে মোট আট লাখ ৬৮ হাজার ১৩৯ জন করোনা থেকে সুস্থ হলো।

শনিবার(১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬১৩টি ল্যাবে ২৬ হাজার ২৩১টি নমুনা সংগ্রহ হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। করোনা শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১৮৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২১ জন ও নারী ৬৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১১ হাজার ৩৭৫ জন ও নারী ৪ হাজার ৮১৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ০ থেকে ১০ বছরের মধ্যে ১জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫১ জন ও ষাটোর্ধ্ব ৯২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৭জন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩জন।

এছাড়া সরকারি হাসপাতালে ১৪৪ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন ও বাসায় ১২ জন মারা গেছেন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ১জনকে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন ৩ হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print