
সদ্য কারামুক্ত চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সভাপতি ডা. শাহাদাত হোসেনকে শনিবার (২২ মে) নগরীর পাঁচলাইশ থানাধীন বাদশা মিয়া চৌধুরী রোডস্থ নিজস্ব বাসভবনে ফুল দিয়ে বরণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট এম. আনোয়ার হোসেন, সদস্য সচিব এডভোকট মোঃ রফিকুল হক, অন্যতম সমন্বয়ক এডভোকেট আবু নাছের বিন হাশেম, অন্যতম সমন্বয়ক তৌহিদ হোসেন সিকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ ৫৭ জনের নাম উল্লেখ করে দুইটি মামলা দায়ের করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়।
এর আগে চকবাজার থানায় ডা. শাহাদাতের বিরুদ্ধে ১ কোটি টাকা চাঁদা দাবির মামলা করেন নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ডা. লুসি খান।
চকবাজার থানার চাঁদাবাজির মামলায় ঈদের আগের দিন হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এর আগে চট্টগ্রাম আদালত থেকে কোতোয়ালী থানার নাশকতার দুই মামলায় জামিন পেলেও চকবাজার থানার চাঁদাবাজির মামলায় জামিন মেলেনি শাহাদাতের। পরে উচ্চ আদালত থেকে তিনি জামিন পান। জামিনের কাগজপত্র চট্টগ্রাম আদালত হয়ে কারাগারে গেলে বুধবার বিকেলে তিনি জামিনে মুক্ত হন।- বিজ্ঞপ্তি