Search

বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৭ হিজরি

মহামারি করোনা রোধে রাজনৈতিক বন্দী এবং লঘু দন্ডিতদের কারামুক্তি চায় বিএনপি !

প্রভাতী ডেস্ক : দেশের কারাগারগুলোতে করোনাভাইরাসের সংক্রমণের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে ধারণক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি বন্দি থাকা কারাগারে স্বাস্থ্যবিধি মানা বা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, কারাগারগুলো করোনাভাইরাস সংক্রমণের প্রবল ঝুঁকিতে আছে। এর মধ্যে বেশ কিছু কারাগারে করোনাভাইরাসে বন্দিদের আক্রান্তের সংবাদ পাওয়া যাচ্ছে এবং ইতোমধ্যে ১জনের মৃত্যু ঘটেছে বলেও সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। কারাগারগুলোতে চিকিৎসা সেবা ব্যবস্থাও অত্যন্ত নাজুক। এ অবস্থায় বন্দিদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে বন্দি ও তাদের আত্মীয়-পরিজনরা চরম উদ্বিগ্ন অবস্থায় আছেন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের কয়েকশ’ নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারান্তরীণ রাখা হয়েছে। কারাগারে করোনাভাইরাস আরও বিস্তার লাভ করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় উচ্চ আদালতের চূড়ান্ত বিচারে চাঞ্চল্যকর মামলায় দোষীরা ছাড়া রাজনৈতিক কারণে বন্দি ও লঘু অপরাধে কারান্তরীণ বন্দিদের মানবিক বিবেচনায় জামিন দেওয়া হলে করোনার এই ভয়াবহ পরিণতি থেকে বন্দিরা রক্ষা পেতে পারে বলে বিএনপি মনে করে।

বিবৃতিতে ফখরুল বলেন, যেহেতু চূড়ান্ত বিচারের আগে কাউকেই দোষী বলা যায় না, সেহেতু বিনা বিচারে একজন নির্দোষ লোকও যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে মৃত মানুষটির জীবন সরকার ফিরিয়ে দিতে পারবে না। তাই সরকারের প্রতি আহ্বান জানাই, দেশের জেলখানাগুলোতে কোভিড-১৯ মহামারি রোধে গুরুতর অপরাধে দণ্ডিত আসামিরা ছাড়া রাজনৈতিক বন্দি ও লঘুদণ্ডে দণ্ডিত অপরাধীদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print