Search

মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে বিজয়ী ঘোষণার পর পর বিএনপি সমর্থিত কাউন্সিলরকে কুপিয়ে হত্যা !

প্রভাতী ডেস্ক : সিরাজগঞ্জ পৌরসভায় নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর পদে বিজয়ী তারিকুল ইসলাম (৪৫)।  পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি গুরুতর আহত হন। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।  তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন
সংঘর্ষ এড়াতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, নির্বাচনে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল।  ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত শাহাদত হোসেন বুদ্দিনের (উটপাখি) সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংঘর্ষ হয়।  এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল গুরুতর আহত হন।

আশংকাজনক অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন। এদিকে নবনির্বাচিত কাউন্সিলর নিহত হওয়ার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print