শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু শিশু-কিশোর সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে জাতীয় শোকদিবস পালন

এবার করোনাভাইরাস সংক্রমণের কারণে সীমাবদ্ধতার মধ্য দিয়ে ১৫ই আগষ্ট (শনিবার) সারাদেশে পালিত হয়েছে জাতীয় শোকদিবস। অন্যান্য সংগঠনের ন্যায় বঙ্গবন্ধু শিশু-কিশোর সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগেও জাতীয় শোকদিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, ১৫ই আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সমবায় সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৪২ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, যুবলীগ নেতা কায়েস, ইয়াছিন, মোবারক বাবু, মোমিন, মাসুদ, নূর মোহাম্মদ, ছাত্রলীগ নেতা সায়েম, বাবু, জিদান, আরাফাত প্রমুখ।

শোকসভায় সার্বিক সহযোগিতা করেন চকবাজার থানা শ্রমিকলীগের সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আজ জাতীয় শোকদিবস। এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় এদেশকে শাসন করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এদেশের জনগণ তাদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তাঁর সঠিক দিকনির্দেশনার কারণে বাংলাদেশে করোনা মহামারী নিয়ন্ত্রণে রয়েছে। সবাইকে প্রধানমন্ত্রীর পরিবারের জন্য দোয়া করারও অনুরোধ জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print