
প্রভাতী ডেস্ক : শনিবার (১৫ই আগস্ট) সারাদেশে দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬ তম জন্মদিন পালন করছে বিএনপি। দোয়া মাহফিলের বিশেষ মোনাজাতে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় শতাধিক নেতাকর্মীরা এ মাহফিলে অংশ নেন।
‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতার কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের আত্মার মাগফেরাত কামনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুদর্শা থেকে রেহাই পেতে দোয়া ও মিলাদ মাহফিল’ শীর্ষক দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে আরোগ্য কামনা করেছি। এদেশের মানুষ, এদেশের জনগণ, এদেশের বাক স্বাধীনতা-আমরা যদি এগুলোর কথা বলি, এগুলো রক্ষার কথা বলি, এগুলো আদায়ের কথা বলি তাহলে একটি নাম উদ্ভাসিত হয় জনতার মানসপটে। বাংলাদেশের দৃশ্যপটে যে বড় প্রতিকৃতিটা আমাদের সামনে ভেসে উঠে সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’
রিজভী আরো বলেন, ‘শোক-দুঃখ-বেদনায় যিনি জনগণকে ছেড়ে যাননি, জনগণের পাশে থেকেছেন। দুই বছর অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে। তবুও তিনি অক্ষয়-অব্যয় গণতন্ত্রের প্রশ্নে মাথা নত করেননি। আমি তার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তায়ালা তার দীর্ঘজীবন দান করবেন। আমরা যে দুঃসময় এবং অন্ধকারে আছি এই অন্ধকার থেকে আমরা মুক্তি পাবো দেশনেত্রীকে যখন আমরা আমাদের সঙ্গে পাবো।’
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী উলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার। দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলও বক্তব্য রাখেন।
মিলাদ মাহফিলে বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, শামীমুর রহমান, ডা. রফিকুল ইসলাম, হায়দার আলী খান লেলিন, কাজী আবুল বাশার, রফিক শিকদার, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, জাসাসের জাকির হোসেন রোকন, শাহরিয়ার ইসলাম শায়লা, জাহাঙ্গীর আলম রিপন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গুলশানে নিজের ভাড়া করা বাসভবন ‘ফিরোজা’তেই আছেন খালেদা জিয়া। জন্মদিন উপলক্ষে বাসায় কোনো আয়োজন নেই। শনিবার দুপুর পর্যন্ত কোনো আত্মীয়স্বজন তার বাসায় যায়নি বলে খবর পাওয়া গেছে। তবে এদিন বিকালে যথারীতি কাছের একাধিক স্বজন যাবেন সাক্ষাতে। দলের কোনো নেতাকর্মীরও তার বাসায় যাওয়ার সম্ভাবনা কম বলে দাবি করেছে সূত্রটি। তবে সিনিয়র এক বা একাধিক নেতা যেতে পারেন বলে জানিয়েছেন অপর এক নেতা।