মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

বাকলিয়ায় ৩১ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ইয়াবা ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক এলাকা থেকে ৩১ হাজার ৫০০টি ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৭ই আগস্ট) ভোর সাড়ে ৫টার তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন, কক্সবাজারের রামু এলাকার মৃত মো. হোসেনের ছেলে মো. আলাউদ্দিন

র‌্যাব -৭ চট্টগ্রাম সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা ইয়াবার এই চালান আটক করতে মাঠে নামে র‌্যাব। এর প্রেক্ষিতে বাকলিয়া থানার তুলাতলি বাজার সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।

তথ্য অনুযায়ী কক্সবাজার থেকে আসা একটি ট্রাককে থামার সংকেত দেয়। এ সময় ট্রাক থামিয়ে দুই জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে র‌্যাব সদস্যরা ট্রাকের হেলপারকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকের ভেতর থেকে ৩১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়৷ ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print