সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

এক বছরের মধ্যে চট্টগ্রামের সব সমস্যা নিরসন হবে : সুজন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নব নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রামে এখন যেসব সমস্যা আছে সেগুলো আশা করছি আগামী এক বছরের মধ্যে নিরসন হবে। আজ শনিবার(৮ই আগষ্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে চিটাগাং জার্নালিস্ট ফোরাম (সিজেএফ) আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামের যানজটের জন্য বন্দরকে দায়ী করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সিটি করপোরেশনের যানজট নিরসনে মূল বাধা। বন্দরকে আইন মেনে নিয়ম অনুযায়ী পরিচালনা করতে হবে। যেখানে সেখানে কনটেইনার টার্মিনাল হতে দেয়া হবে না।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, জলাবদ্ধতা চট্টগ্রামের একার সমস্যা না, এটা পুরো দেশের সমস্যা। নদী ও সমুদ্রের প্রাকৃতিক শহর হওয়ায় এখানে জলাবদ্ধতা হয়। এ জলাবদ্ধতা দূরীকরণে নতুন প্রকল্প নেওয়া হয়েছে, কাজ চলছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print