Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

প্রস্রাবে সংক্রমণ রোধে রোজ যেই পরিমাণ পানি প্রয়োজন

প্রস্রাবের সংক্রমণ নারী ও পুরুষের জন্য খুবই সাধারণ একটি সমস্যা। বিশুদ্ধ পানি ও খাবার না খাওয়ার কারণে অনেক সময় এই সমস্যা দেখা দেয়। এই রোগে তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। পুরুষের তুলনায় নারীরা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন।

প্রস্রাবে সংক্রমণ কেন হয়?

বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া (৯৫ শতাংশ) এবং কিছু ক্ষেত্রে ফাঙ্গাস, প্রোটিয়াস, ক্লেবসিলা, সিউডোমনাস প্রস্রাবে সংক্রমণের জন্য দায়ী। এছাড়া অনেকের এলার্জি জনিত কারণেও হতে পারে (সাময়িক হতে দেখা যায়)।

দীর্ঘসময় মূত্রতন্ত্রে জীবাণু অবস্থান করলেই অর্থাৎ প্রস্রাব চাপিয়ে রাখলে এই রোগ হতে পারে। পিরিয়ডে সময়ে অপরিচ্ছন্নতার কারণে হতে পারে প্রস্রাবে সংক্রমণ। একাধিকবার প্রস্রাবে সংক্রমণ থেকে কিডনিও নষ্ট হয়ে যেতে পারে।

প্রস্রাবে ইনফেকশনের প্রাথমিক লক্ষণ-

প্রস্রাব গাঢ় হলুদ হওয়া, প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা, কিছুক্ষণ পরপর প্রস্রাবের বেগ, প্রস্রাবে দুর্গন্ধ, বমি ভাব, জ্বর ভাব বা কাঁপুনি ও তলপেটে বা পিঠের নিচের মারাত্মক ব্যথা।

প্রস্রাবে সংক্রমণ রোধে কী করবেন?

প্রস্রাবে সংক্রমণ রোধে প্রতিদিন অন্তত ২.৫ লিটার পানি পান করা ও ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত। এছাড়া খেতে পারেন আনারস। এই ফলে রয়েছে ব্রোমেলাইন নামক একটি উপকারি এঞ্জাইম। গবেষণায় দেখা গিয়েছে যে, ইউরিন ইনফেকশনে আক্রান্ত রোগীদেরকে সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেয়া হয়। তাই প্রস্রাবে সংক্রমণ হলে প্রতিদিন এক কাপ আনারসের রস খান।

পরামর্শক: ডা. বেদৌরা শারমিন, গাইনি কনসালট্যান্ট, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print