Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

নিয়মিত আদালত চালুর দাবীতে চট্টগ্রামে সাধারণ আইনজীবী পরিষদের অবস্থান কর্মসুচী

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ভার্চুয়াল আদালতের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবীতে আইনজীবীদের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে ২০শে জুলাই দুপুর ১২ টায় চট্টগ্রাম সাধারণ আইনজীবী পরিষদের উদ্যোগে সি.এম.এম.কোর্টের (নতুন আদালত ভবন) সামনে অবস্থান কর্মসূচী পালন করেছেন আইনজীবীরা। এসময় অবিলম্বে নিয়মিত আদালত চালু করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাধারন আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক সাবেক পি.পি এডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং এড. মুহা: শামসুল আলম, এড. জহুরুল আলম, চট্টগ্রাম জিলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এড. মো: কবির হোসাইনের যৌথ সঞ্চনালয়নায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.কফিল উদ্দীন চৌধুরী, সাবেক সভাপতি এ.এস.এম.বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক এড. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দিন চৌধুরী,সাবেক সহ-সাধারণ সম্পাদক এড.আবদুস সাত্তার সরওয়ার, এড. মোহা: কাসেম চৌধুরী, এড.এস.ইউ.নুরুল ইসলাম, এড.আবুল কালাম আজাদ, এড. সেকান্দর বাদশা, এড.তারেক আহমদ, এড. হায়দার মোহা: সোলায়মান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সহ-সভাপতি এড. আজিজুল হক, এড. ইফতেখার চৌধুরী মহসিন, এড. এম.আনোয়ার হোসেন, এড. কাসেম কামাল, এড.এম. দেলোয়ার হোসেন, এড. শহিদুল হক লিটন, এড. আবু নাছের বিন হাশেম, এড. তৌহিদ হোসেন শিকদার,এড. রায়হান সালেহ,এড. মাহবুব আলম, এড. এস. এম. ফোরকান, এড.এরশাদুর রহমান বিটু, এড. মোহা: নেজাম উদ্দিন,নুরুল কবির এরফান, এড.মাসকুরা বেগম মেরী, এড. শিপন কুমার দে, এড.মোহা: ইলিয়াছ, এড. এসকান্দর সোহেল, এড.আবছার উদ্দিন হেলাল এবং এড.সানোয়ার হোসেন লাভলু প্রমুখ। অবস্থান কর্মসূচীতে চট্টগ্রাম বারের অসংখ্য আইনজীবী উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচী পালনকালে আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ বলেন, ভার্চুয়াল আদালত কখনো নিয়মিত আদালতের বিকল্প হতে পারে না। ফৌজদারী ও দেওয়ানী মামলায় বিচার প্রার্থীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এমনকি আইনজীবীদেরকেও হয়রানি হতে হচ্ছে।

বক্তারা প্রশ্ন করে বলেন, স্বাস্থ্য বিধি মেনে গত ৪ মাস পূর্বে গামের্ন্টস খুলে দেওয়া হয়েছে, গণ-পরিবহন খুলে দেওয়া হয়েছে, অফিস খুলে দেওয়া হয়েছে, সচিবালয় খুলে দেওয়া হয়েছে, বসুন্ধরা সিটি মার্কেটসহ সকল মার্কেট খুলে দেওয়া হয়েছে, দোকান-পাট ব্যবসা বানিজ্য খুলে দেওয়া হয়েছে। সব কিছু অনেকটা স্বাভাবিক হয়েছে। কিন্তু আদালত স্বাভাবিক হতে বাঁধা কোথায়?

বক্তারা বলেন, এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দেওয়ার জন্য আইন মন্ত্রালয়, সরকার ও মাননীয় প্রধান বিচারপতির নিকট জোর দাবী জানানো হয়েছে। দাবী মানা না হলে আইনজীবীরা কঠোর আন্দোলনেরও হুশিয়ারী উচ্চারন করেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print