Search

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

যেকারণে অপারেশনের সময় ডাক্তাররা নীল/সবুজ এপ্রোন পরেন

প্রভাতী ডেস্ক : আমরা সব সময় দেখি ডাক্তাররা সাদা রঙ্গের এপ্রোন পরেন। রাস্তায় হরহামেশাই সাদা এপ্রোন গায়ে জড়ানো মেডিকেল পড়ুয়া হবু ডাক্তারদের দেখা যায়। কিন্তু আমরা যখন কোন ডাক্তারকে হসপিটালের অপারেশন থিয়েটার থেকে বের হতে দেখি তখন দেখি ডাক্তার নীল বা সবুজ রঙের এপ্রোন পরে আছেন। হয়তো আপনার মাথায়ও এই প্রশ্ন এসেছে কিন্তু উত্তর পাননি। তাহলে আজ জেনে নিন অপারেশন থিয়েটারে ডাক্তাররা কেন নীল বা সবুজ এপ্রোন পরিধান করেন।

এইটা আসলে একটা মনস্তাত্ত্বিক বিষয়। যেহেতু অপারেশন থিয়েটার মানেই কাটা ছেড়ার বিষয় সেহেতু যেখানে জামায় রক্ত লেগে যেতে পারে যে কোন সময়। আর সেই সময় যদি ডাক্তারের গায়ে সাদা এপ্রোন থাকে তাহলে সাদা রঙের উপর রক্তের চাপ দেখতে অনেক ভয়ংকর দেখায়। সেক্ষেত্রে রোগীর ভয় পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে।

অপরদিকে, নীল বা সবুজ রঙ হলো লাল রঙের পরিপুরক রঙ। তাই নীল বা সবুজ কাপড়ের উপর লাল রঙ পড়লে সেটিকে লালের পরিবর্তে কালো দেখায়। ফলে এপ্রোনে রক্ত লাগলেও সেইটাকে রক্তের মতো বুঝা যায় না। আর এজন্যই অপারেশনের সময় ডাক্তাররা নীল বা সবুজ এপ্রোন পরেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print