Search

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

করোনাভাইরাস বায়ুবাহিত স্বীকৃতি দিয়ে নতুন গাইডলাইন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসকে বায়ুবাহিত বলে মেনে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এর আগে করোনাভাইরাস শুধু ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, এমনটাই দাবি করেছিল তারা৷ কিন্তু ৩২ দেশের ২৩৯ বিজ্ঞানী নিজেদের রিসার্চের পর সংস্থার কাছে করোনাভাইরাসের বায়ুবাহিত হওয়ার বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন করেছিলেন৷ প্রাথমিকভাবে সে তত্ত্বকে মেনে নিয়ে সংস্থাটি জানিয়েছিল সব খতিয়ে দেখার পর এই নিয়ে রায় দেবে৷ শুক্রবার(১০ই জুলাই) তারা জানিয়ে দিল বিশেষ পরিস্থিতিতে বিশেষ আবহাওয়ায় বাতাসে ভেসেও ছড়ায় করোনাভাইরাস৷

এরপরেই নতুন গাইডলাইন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ সংস্থা জানিয়েছে, মানুষের জানা উচিত হাওয়ায় ভেসে ছড়ায় করোনাভাইরাস৷ এই জন্য করোনাভাইরাস থেকে বাঁচতে এই তথ্য জানা থাকলে উপকৃত হবেন মানুষ৷ কোনো ভিড়ে পরিপূর্ণ জায়গায় এরোসোল ট্রান্সমিশনের পাশাপাশি হাওয়ায় ভেসেও ট্রান্সমিশন হয়৷ এই জায়গাগুলো হলো জিমনেশিয়াম ও রেস্টুরেন্ট। যেখানে একই হাওয়া চলে সেখানেই এই সংক্রমণ ছড়ায়৷

কোনো বদ্ধ জায়গায় করোনা সংক্রমিত ব্যক্তি যদি দীর্ঘক্ষণ থাকেন, তাহলে সে একই হাওয়ায় যদি অন্য মানুষরা নিঃশ্বাস নেন, তাহলে তাদের মধ্যেও সংক্রমণ ছড়ায়৷ তাই মানুষ যদি এই ধরনের জায়গা এই সময়ে এড়িয়ে চলেন তাহলে করোনা থেকে বাঁচতে পারে৷ এই ধরনের জায়গাগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখে এরকম জায়গাতেও না যাওয়াই ভাল৷

এবার বিভিন্ন বিজ্ঞানীরা এই পরিস্থিতির অবস্থাগুলো খতিয়ে দেখবেন, তারপর এই বিষয়গুলো নিয়ে আরো বিশদ তথ্য পাওয়া যাবে৷ বিশ্বস্বাস্থ্য যে নতুন গাইডলাইন জারি করেছে সে অনুযায়ী ভিড়ে ভরা জায়গায় একেবারেই না যাওয়া ভাল৷ এছাড়াও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷

সূত্র : এনডিটিভি, দ্য হিন্দু।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print