
প্রভাতী ডেস্ক : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২০৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ৪টি ল্যাবের পরীক্ষায়।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানিয়েছেন, মঙ্গলবার (২রা জুন) ৪টি ল্যাবে মোট ৬২১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২০৬ জন। এর মধ্যে ১১৯ জন মহানগরের এবং ৮৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৮৭ জন। যাদের ৭৪ জন নগরের এবং ১৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।
ফৌজদারহাটের বিশেষায়িত ল্যাব বিআইটিআইডিতে ২৫২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৯ জন। এর মধ্যে ৩৬ জন নগরের এবং ২৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।
এছাড়া সিভাসু ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৯ জন। এর মধ্যে নগরের ৯ এবং উপজেলায় ৫০ জন।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার চট্টগ্রামের ১জন নমুনা পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
চট্টগ্রাম নগরীতে শনাক্ত ২০৬ জন করোনা রোগীর পাশাপাশি চট্টগ্রামের পটিয়ায় সর্বাধিক ৪৯ জন, বাঁশখালীতে ১২ জন, হাটহাজারীতে ১০ জন, সীতাকুণ্ডে ৩ জন, ফটিকছড়িতে ৮ জন, মিরসরাইয়ে ১জন, রাউজানে ৩ জন ও লোহাগাড়ায় ১জন করোনা রোগী শনাক্ত হল।