শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

বিএমএসএফ নিয়ে কেন্দ্রীয় সদস্য শারমিন সুলতানা মিতুর কবিতা

প্রাণের সংগঠন বিএমএসএফ                                                   শারমিন সুলতানা মিতু

বিএমএসএফ সৈনিকরা সদা প্রস্তুত,
দেশের সেবায় নিয়োজিত সত্যের দূত।
দেশ ও জাতির স্বার্থে,
তথ্য প্রকাশে খুঁজে পায় মনে সুখ।

সঠিক তথ্য তুলার স্বার্থে
বিএমএসএফ সৈনিক আছে,
দেশের জেলা উপজেলা
প্রত্যন্ত অঞ্চলে।

সংবাদ সৈনিকদের অধিকার
ও সম্মানের স্বার্থে,
বিএমএসএফ লড়াই করছে
১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে।

বিএমএসএফ সৈনিকরা হবো ঐক্যবদ্ধ
হাতে রেখে হাত মোরা শপথ নিবো,
নিজেদের দাবি আদায় করতে
লড়াই করবো।

১৪ দফা দাবি মোদের পূরণ হবে একদিন,
সংবাদ সৈনিকদের মুখে হাসি আসবে সেই দিন।
বিএমএসএফ নাম স্বর্ণাক্ষরে
লেখা থাকবে চিরদিন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print