রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা শনাক্ত ১১৬৬, মৃত্যু ২১ জন !

প্রভাতী ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ১৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ৫,৪০৭ জনের ।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৭,৫৭৯ জন।

সোমবার(২৬ই মে) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ১৩২। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ১ হাজার ৫২১ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ৮১ হাজার ২৮০ জন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print