Search

মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সুপ্রিম কোর্ট বারের সভাপতি আওয়ামীলীগের আমীন এবং সম্পাদক বিএনপির কাজল !

প্রভাতী ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে সভাপতি এ.এম আমিন উদ্দিন এবং সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন। সভাপতিসহ ৬টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং সম্পাদকসহ ৮টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেল।

সভাপতি এ এম আমিন উদ্দিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৩৩৭০ টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত প্যানেলের জয়নুল আবেদিন পেয়েছেন ২৪৫৭ ভোট।

অপরদিকে সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৩০৭৬ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের শাহ মঞ্জুরুল হক পেয়েছেন ২৮১১ ভোট।

আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী অন্যান্যরা হলেন- সহ সভাপতি পদে মোঃ মনিরুজ্জামান; সহ সম্পাদক পদে মোহাম্মদ ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া; সদস্য পদে- মোঃ হুমায়ুন কবির ও মোঃ মশিউর রহমান।

অপরদিকে বিএনপি সমর্থিত বিজয়ী অন্যান্যরা হলেন- সহ সভাপতি মোঃ আব্দুর জব্বার ভূঁইয়া; ট্রেজারার পদে রাগিব রউফ চৌধুরী; সদস্য পদে- মার-ই-য়াম খোন্দকার, আমিরুল ইসলাম খোকন, মোহাদ্দেস উল ইসলাম টুটুল, মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ সাইফুদ্দিন রতন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ.এফ. হাসান আরিফ এই ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, গত সেশনে (২০১৯-২০) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print