Search

বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের বার্তা

নিজস্ব সংবাদদাতা: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগাম বার্তা পাঠিয়েছে ভারত ও আমেরিকা।নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ মূলক দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৃহস্পতিবার পৃথক সাক্ষাতের পর এমন মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

কিন্তু এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,ভারত একটি গণতান্ত্রিকক দেশ।তাই তারা চান সব কিছু গণতান্ত্রিক হউক। তবে নির্বাচন নিয়ে তারা নাক গলাতে চান না বলেও জানিয়েছেন।আমেরিকার কূটনৈতিকদের সাথেও আগে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে তখনও প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন,জনগণ ভোট দিলে থাকবেন না দিলে সরে যাবেন। আজ তিনিও সেটাই বলছেন।

তবে বর্তমান পরিস্থিতিতে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না ওবায়দুল কাদের।বেগম জিয়া জেলে থাকলেও নির্বাচনে কোন প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন,নিজেদের অভ্যান্তরীন বিষয়ে কেউ নাক গলাক সেটাও তারা চান না।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print