Search

শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৭ হিজরি

দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে ছুটে যাওয়ার আহ্বান

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে: তারেক রহমান

ঐক্যবদ্ধ বিএনপি সব ধরনের স্বৈরশাসকে মোকাবিলা করতে সক্ষম

গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতনের পর দেশকে পুনর্গঠন করতে হলে, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে পরিচালিত করতে হলে, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, একটি ঘর তৈরি করতে হলে সবাইকে মিলে কাজ করতে হয়। তখন অনেক মানুষের প্রয়োজন হয়। অনেক শ্রমিকের শ্রমের পর সুন্দর একটি ঘর তৈরি হয়। কিন্তু সেই ঘরটি ধ্বংস করার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। এই দেশটি হলো আমাদের ঘর। এই ঘরটিতে ডাকাত পড়েছিলো দীর্ঘ ১৫ বছর ধরে। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে।

ঐক্যবদ্ধ বিএনপি সব ধরনের স্বৈরশাসকে মোকাবিলা করতে সক্ষম উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে দেশ পুনর্গঠন করতে হবে।

দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে ছুটে যাওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, জনগণের সমর্থন চাইলে কাজের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।

দেশের সব শ্রেণির জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাষ্ট্র গঠনের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। পাশাপাশি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশ গঠনে নেতাকর্মীদের এক থাকার আহ্বানও জানান।

এসময় অনুষ্ঠানের প্রধান বক্তা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, উদ্দেশ্যমূলকভাবে চালানো অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্যরা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print