বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

৮ জন বিএনপির নেতাকর্মী

চট্টগ্রাম কারাগারে ১২ বেসরকারি পরিদর্শক পদে নিয়োগ

আওয়ামী সরকারের আমলে ১২ পদের সবাই ছিলেন দলীয় পদধারী

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগামী ২ বছরের জন্য ১২ জন ব্যক্তিকে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ পাওয়া ১২ বেসরকারি কারা পরিদর্শক হলেন,  যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুবদলের বিলুপ্ত নগর কমিটির সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সহ সভাপতি আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আতাউল্লাহ সম্রাট, নগর বিএনপির সদস্য জাফর আহম্মদ, নগর মহিলা দলের যুগ্ম সম্পাদক কামরুন নাহার, সাবেক যুগ্ম সম্পাদক সুলতানা বেগম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার সমন্বয়কের দায়িত্ব পালনকারী জোবাইরুল আলম, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিন ও কোতোয়ালি বদরপাতি এলাকার সৈয়দ আবুল বশর।

জোবাইরুল আলম মানিক বলেন, বেসরকারি কারা পরিদর্শকের পদটি পবিত্র একটি পদ। কারাগারে অনেকগুলো সংস্কারের বিষয় রয়েছে। অনেক অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে এসব নিয়ে গঠনমূলক কাজ করার চেষ্টা করব। অপরাধীরা কীভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেসব নিয়ে কাজ করব। কারাগারে অনেক হয়রানির বিষয় রয়েছে। সেসব বন্ধে এবং কারা অভ্যন্তরের সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করব। মোটকথা হচ্ছে-কারাগার নিয়ে সাধারণের যে প্রত্যাশা সেদিকে মনোযোগ দিব।

মোজাম্মেল হক বলেন, বেসরকারি কারা পরিদর্শকের কাজটি হচ্ছে স্বেচ্ছায় শ্রম দেওয়ার বিষয়। যেহেতু দায়িত্ব পেয়েছি, বন্দীদের কল্যাণে কাজ করে যাব। কামরুন নাহার লিজা বলেন, যতদূর সম্ভব বন্দীদের কল্যাণে কাজ করার চেষ্টা করব। কী করলে বন্দীরা কারাগারে ভালো থাকবেন তা নিয়ে কাজ করার চেষ্টা করব। তারা কী ধরণের অসুবিধার সম্মুখীন হয়, তা নিরসনে ভূমিকা রাখার চেষ্টা করব।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর চট্টগ্রাম কারাগারে বেসরকারি পরিদর্শক পদে নিয়োগ পেতে প্রায় ৫০০ আবেদন জমা পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে পাঠানো হয় বিভাগীয় কমিশনারের কাছে।

৫ আগস্টের আগে এই পদে ছিলেন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি ও তাদের সমমনা লোকজন। ১২ পদের মধ্যে সবাই ছিলেন দলীয় পরিচয়ধারী।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম সম্পাদক আখতার কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, দলীয় লোকদের এসব পদে নিয়োগ না দিয়ে মানবাধিকার কর্মীদের দায়িত্ব দেওয়া উচিত।  দুর্নীতি প্রতিরোধ ও অসহায় মানুষদের জন্য যাতে কাজ করতে পারে। এখন বেতন-ভাতাবিহীন এই দায়িত্ব পালন যাতে দুর্নীতির সুযোগ করে না দেয়।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সাক্ষরিত চিঠিতে বলা হয়, জেল কোডের ১ম খন্ডের ৫৬ থধারা (১ ও ২) বিধি অনুযায়ী ১০ জন পুরুষ ও ২ জন নারীকে পরবর্তী ২ বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print