শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালায়

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

অন্যান্য সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৪ এপ্রিল) নগরের বাকলিয়া থানার রাজাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, রফিক ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা এবং সূর্য সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এতে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করেছে প্রতিষ্ঠানগুলো। তাই ৩ প্রতিষ্ঠানকে প্রায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি অন্যান্য সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অভিযানে সহযোগীতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print