রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষে কাজীর দেউড়ি এলাকা রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষে কাজীর দেউড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ বিএনপির ২০ নেতা–কর্মীকে আটক করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।

জানা যায়, বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে যখন বিএনপির বিক্ষোভ–সমাবেশ চলছিল, তখন সেখানে যাওয়ার জন্য যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল আসে কাজীর দেউড়ি মোড়ে। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা মিছিলটি থামিয়ে দেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন।

এ সময় পুলিশ পিছু হটে শিশুপার্কের দিকে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ফাঁকা গুলি ছুড়তে থাকেন পুলিশ সদস্যরা। এ সময় বিএনপি নেতা–কর্মীরা এদিক-ওদিক ছুটতে থাকেন। একপর্যায়ে তাঁরা রাস্তায় থাকা গাড়ি ভাঙচুর শুরু করেন। পুলিশের একটি মোটরসাইকেলে আগুনও ধরিয়ে দেন।

ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে দেখা যায়, পুলিশ অবস্থান করছে। দলীয় কার্যালয়ের ভেতরে আছেন বেশ কিছু নেতা–কর্মী।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর বিএনপি নেতা–কর্মীরা অকারণে ইটপাটকেল ছুড়তে থাকেন। তাঁরা পুলিশের গাড়িতে আগুন দেন। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আটক করা হয়েছে বিএনপির ২০ নেতা–কর্মীকে।

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, পুলিশের ওপর তাঁদের কেউ হামলা করেননি। পুলিশই তাঁদের নেতা–কর্মীদের ধাওয়া দিয়েছে, ফাঁকা গুলি ছুড়েছে। আহত হয়েছেন তাঁদের ২০ নেতা–কর্মী। আহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print