Search

শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম আদালত পাড়ায় পুলিশের ব্রেকফেল গাড়ি চাপায় আইনজীবীর ছোট ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আদালত ভবন চত্বরের সামনে পুলিশের ব্রেকফেল করা গাড়ির চাপায় হেলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল তিনটা ২০ মিনিটে চট্টগ্রাম আদালতের কোর্ট হিল সড়কের রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন চট্টগ্রাম আদালতে কর্মরত আইনজীবী মো. বেলাল উদ্দিনের ভাই। এ ঘটনার পর থেকে আদালতের আইনজীবীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। লেগুনায় থাকা কয়েকজন পুলিশ সদস্যকে পাশের একটি হোটেলে অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ জনতা। উপচে পড়া জনতার ভিড়ে সৃষ্ট পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।

জানা যায়, দুপুর ৩টা ২০ মিনিটে কোর্ট হিলের ঢালু সড়ক বেয়ে নামছিল সিএমপির ১৯৮ নম্বর ভ্যানটি। ওই ভ্যানে কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হেঁটে যাওয়া এক যুবককে জোরে ধাক্কা দেয়। এসময় ওই যুবক ভ্যানটির চাকায় আটকে যায়৷ যুবকের দেহ চাকায় পেঁচিয়ে প্রায় ২’শ গজ সামনের ইজি মালঞ্চ রেস্টুরেন্টের সামনের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয় ভ্যানটি। এসময় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। রক্তে লাল হয়ে পড়ে কোর্ট হিল সড়ক।

নিহত হেলাল উদ্দিনের ভাই বেলাল উদ্দিন চট্টগ্রাম আদালতে কর্মরত আইনজীবী। তিনি আইনজীবী দোয়েল ভবনে চেম্বার করেন। ঘটনার পর থেকে আইনজীবীরা ওই স্থানে ভিড় করছেন। আইনজীবী বেলাল উদ্দিন ভাইকে হারিয়ে আইনজীবী সমিতির নেতাদের জড়িয়ে ধরে বারবার কান্নায় ভেঙে পড়ছেন, এমনটাই দেখা গেছে ঘটনাস্থলে।

নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাকলিয়া থানার একটি গাড়ি আদালত থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটির ধাক্কায় একজন নিহত হন। এটি দুর্ঘটনা ছিল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print