Search

সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ, সংঘাতের পথে যাবেন না: সরকারকে মির্জা ফখরুল

প্রভাতী ডেস্ক: বিএনপির ঢাকার সমাবেশ নয়পল্টনেই হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে সংঘাত আর উস্কানির পথে না গিয়ে নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান রেখেছেন তিনি।

নয়াপল্টনে বুধবার(৩০ নভেম্বর) বিকালে দলীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল। সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘সংঘাতের পথে যাবেন না, উস্কানি দেবেন না। দয়া করে সিদ্ধান্ত বদল করে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের ব্যবস্থা করুন। শান্তিপূর্ণ উপায়ে আমরা সমাবেশ করতে চাই। নয়াপল্টনেই আমরা সমাবেশ করব। আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন।’

সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের ভোটাধিকার ফেরত দিন। ১৯৭১ সালে পাকিস্তানিরা থাকতে পারেনি। ১৯৯০ সালেও এরশাদের পতন ঘটেছে। জনগণ আজ জেগে উঠেছে। জনগণের আন্দোলন তাদের মুক্তির আন্দোলন। জনগণ আওয়ামী লীগের এই দুঃশাসন থেকে মুক্তি চায়।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print