
প্রভাতী ডেস্ক : সরকার লুটপাটের মাধ্যমে দেশের রাজনীতি ও অর্থনীতিকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার(২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গিয়ে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
গত ১০ বছরে বিদেশে পাচার করা হয়েছে ৮৬ লক্ষ কোটি টাকা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গত এক বছরেই ৭৮ হাজার কোটি টাকা পাচার করেছো। যে দেশের অর্থনীতিতে সরকারের লোকেরা পুরো সম্পদ লুট করে পাচার করে নিয়ে যায় সেই দেশের অর্থনীতি কেমন থাকতে পারে?
মির্জা ফখরুল বলেন, ‘যখন সংকট আসে সেই সংকটকে মোকাবিলা করার জন্য তখন তার যে অর্থনীতি, তার যে যে রিজার্ভ থাকে সেটা দিয়ে সে কাটিয়ে ওঠার চেষ্টা করে। ব্যবসায়ীরা বলছেন, ‘এই সময়ে যদি আমরা প্রণোদনা পেতাম, এই সময়ে যদি কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা পেতাম তাহলে হয়তো আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম।’
‘লড়াই শুরু হয়ে গেছে। মানুষ নেমে পড়েছে। এখন নয়ন, শাওন, রহিম, আলীমের রক্তের ঋণ পরিশোধ করতে আমাদেরকে রক্ত দেওয়ার জন্য তৈরি হতে হবে। আরেকটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে বলেও জানান মির্জা ফখরুল।